সিপিএলের নিলামে চার টাইগার

পপুলার২৪নিউজ ডেস্ক:
আগামী ১ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ- সিপিএল। টুর্নামেন্টটিকে সামনে রেখে বুধবার খেলোয়াড় নিলামের তালিকা প্রকাশ করেছে আয়োজক সংস্থা। এবারেও গতবারের চ্যাম্পিয়ন জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এছাড়া বিশ্বের ২৫৮ জন ক্রিকেটারের সঙ্গে নিলামের তালিকায় রয়েছেন চার টাইগার সদস্য। এদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়।

যদিও তালিকায় তামিম ইকবালকে সিপিএল ফ্র্যাঞ্জাইজি সেন্ট লুসিয়া জুকসের খেলোয়াড় হিসেবে দেখানো হচ্ছে। এর আগে ২০১৫ সালে বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে খেলেছিলেন তিনি। ৭ ম্যাচে ১ ফিফটিতে বাঁহাতি ওপেনার করেছেন ১৬২ রান।

তালিকার ২৫৮ জন থেকে ১০ মার্চ বার্বাডোজে অনুষ্ঠিত নিলামে খেলোয়াড় সংগ্রহ করবে টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলো।

এবারের তালিকায় অস্ট্রেলিয়ার আছে ২৮ খেলোয়াড়। নিউজিল্যান্ডের ১৭, ইংল্যান্ডের ৪, আয়ারল্যান্ডের ৩, আফগানিস্তানের ৫, কানাডার ২, ওমানের ১, দক্ষিণ আফ্রিকার ১৬, শ্রীলঙ্কার ১৯, যুক্তরাষ্ট্রের ১ ও জিম্বাবুয়ের ৪ জন আছেন । তবে তালিকায় সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে পাকিস্তানের, ৪৬ জন।

পূর্ববর্তী নিবন্ধলাইক চেয়ে প্রতারণা
পরবর্তী নিবন্ধরাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরুণ নিহত