সিনহা হত্যায় ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত : তদন্ত কমিটির প্রধান

পপুলার২৪নিউজ ডেস্ক:

মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপ ঘনিষ্ঠভাবে জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, সংশ্লিষ্ট বিভিন্ন জনের বক্তব্যে সিনহা হত্যাকাণ্ডে ওসি প্রদীপের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। তাই ওসি প্রদীপের জবানবন্দি নিয়ে তার দেয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে।

সিনহা হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির জরুরি সভা শেষে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজারে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বেলা ১১টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়। এরপর প্রেস ব্রিফিং করেন তদন্ত কমিটির প্রধান।

কমিশনার মিজানুর রহমান বলেন, তদন্ত কমিটির মেয়াদ আগামীকাল সোমবার (৩১ আগস্ট) শেষ হবে। ওই দিন আবার ওসি প্রদীপের রিমান্ড শেষ হবে। এজন্য তদন্ত কমিটি রোববার সারাদিন বৈঠক করেছে। বৈঠকে সিদ্ধান্ত হয় কমিটির মেয়াদ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে আবেদন করার। তাই আমরা আরও কয়েকদিন সময় বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করি; মন্ত্রণালয় আগামীকাল সময় বৃদ্ধি করবে। আগামী ১ সেপ্টেম্বর ওসি প্রদীপের জবানবন্দি নিতে পারব আমরা।

তিনি বলেন, আমাদের তদন্ত কমিটি এ ঘটনায় সংশ্লিষ্ট ৬৭ জনের জবানবন্দি নিয়েছে। সিংভাগ বক্তব্যে উঠে এসেছে ওসি প্রদীপ সিনহা হত্যাকাণ্ডে জড়িত। তার জবানবন্দি নিয়ে; তার দেয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত প্রতিবেদন তৈরি করতে হবে। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন অনেকটা গুছিয়ে আনা হয়েছে। তদন্ত শেষপর্যায়ে। শুধু ওসি প্রদীপের জবানবন্দির অপেক্ষায়। ওসি প্রদীপ রিমান্ডে থাকায় আমরা দুবার আদালতে আবেদন করেছি তার জবানবন্দি গ্রহণ করার জন্য। আদালত জানিয়েছেন রিমান্ড শেষ হলেই তদন্ত কমিটি জবানবন্দি নিতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধপাবনা-৪ আসনে আ.লীগের প্রার্থী নুরুজ্জামান
পরবর্তী নিবন্ধসবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী