পপুলার২৪নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপভ্যান ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। এদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক।
নিহতরা হলেন- চাঁদপুরের উত্তর মতলব এলাকার রফিকুল ইসলাম (৬২), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মিন্টু মিয়া (৫৮) ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস অপর একটি পিকআপভ্যানের পিছনের আঘাত করে।
এ সময় পিকআপভ্যানে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতরা সবাই পিকআপভ্যানের যাত্রী।
তারা ঢাকার যাত্রাবাড়িতে কাঁচামাল ও মাছ আনতে যাচ্ছিলেন তারা। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মাইক্রোবাসটি জব্দ করেছে। তবে গাড়ি দুটির চালকরা পালিয়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক বলেন, পিকআপভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত ও ৫ আহত হয়েছেন। আহদের মধ্যে দুজন অবস্থা শঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।