সিদ্ধিরগঞ্জে পিকআপভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

পপুলার২৪নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপভ্যান ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। এদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক।

নিহতরা হলেন- চাঁদপুরের উত্তর মতলব এলাকার রফিকুল ইসলাম (৬২), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মিন্টু মিয়া (৫৮) ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস অপর একটি পিকআপভ্যানের পিছনের আঘাত করে।

এ সময় পিকআপভ্যানে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতরা সবাই পিকআপভ্যানের যাত্রী।

তারা ঢাকার যাত্রাবাড়িতে কাঁচামাল ও মাছ আনতে যাচ্ছিলেন তারা। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মাইক্রোবাসটি জব্দ করেছে। তবে গাড়ি দুটির চালকরা পালিয়ে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক বলেন, পিকআপভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত ও ৫ আহত হয়েছেন। আহদের মধ্যে দুজন অবস্থা শঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমমতাকে ফোন করে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ৩৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন কমিশনার আনোয়ার