নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন ১১ জন। হতাহত বহু মানুষ ভর্তি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে)।এ অবস্থায় চিকিৎসকরা স্বেচ্ছায় রক্তদাতাদের হাসপাতালে আসতে আহ্বান জানিয়েছেন।
সরেজমিনে থাকা জানিয়েছেন, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭০ জন হতাহত ব্যক্তি ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা রক্ত চাইছেন। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ স্বেচ্ছায় যারা রক্ত দেন, তাদের হাসপাতালে যেতে আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
আহতদের ঢামেকে আনার পর আহতদের আহাজারি ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। অনেকটা অস্থির পরিস্থিতি বিরাজ করছে ঢামেকের জরুরি বিভাগের সামনে। ঢামেক কর্তৃপক্ষ ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এদিকে, ঘটনাস্থলে আহতদের হালকা যান, পিক আপ, ট্রাক ও অ্যাম্বুলেন্স দিয়ে ঢামেকে নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, সেটির নিচতলায় স্যানিটারি দোকান রয়েছে। বাকি ফ্লোরগুলোয় রয়েছে ব্র্যাক ব্যাংকের অফিস। বিস্ফোরণের ঘটনায় পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কামাল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সাধনা ঔষধালয়ের পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছে, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকা থেকে এখনও আহতরা আসছেন। হাসপাতালের পরিচালক সবার চিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন।