নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে তারা বাণিজ্য-বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) বৈঠকে বিষয়টি ভেরিফায়েড ফেসবুকে জানান হালিমা ইয়াকুব।
হালিমা লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করতে পেরে আমি আনন্দিত। ড. মোমেন সিঙ্গাপুরে সরকারি সফরে আছেন। এমন একটা সময়ে তিনি সফরে রয়েছেন, যখন আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী চলছে।
বৈঠকে আলোচনার প্রসঙ্গে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লিখেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আমাদের ভালো আলোচনা হয়েছে। আমরা আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেছি।
ড. মোমেনের সিঙ্গাপুরে একটি আনন্দদায়ক সফর ও দেশে ফেরার লক্ষে একটি নিরাপদ ভ্রমণের প্রত্যাশা করেন হালিমা ইয়াকুব।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনদিনের সফরে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। আগামীকাল বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে।