পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) নতুন পরিচালক হিসেবে মাইক পম্পেওর নিয়োগ চূড়ান্ত হয়েছে। স্থানীয় সোমবার ৬৬-৩২ ভোটে পম্পেওর নিয়োগ নিশ্চিত করে মার্কিন সিনেট।
সিআইএ প্রধান হিসেবে পম্পেওকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন দিলেও তা মার্কিন সিনেটে অনুমোদন পেতে বিলম্ব হচ্ছিল। কারণ কিছু আইনপ্রণেতা আশংকা করছিলেন পম্পেও নজরদারি বাড়ানো এবং নির্যাতন হিসেবে বিবেচিত এমন কৌশলকে জিজ্ঞাসাবাদের কাজে ব্যবহার অনুমোদন দিতে পারেন।
অবশেষে সোমবার সিনেটে পম্পেওর নিয়োগ অনুমোদন করা হয়। এর কিছুক্ষণ পর নতুন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাকে শপথ পড়ান। খবর রয়টার্সের।
সিনেটে পম্পেওর নিয়োগের বিরুদ্ধে ভোট দেয়া সিনেটরদের প্রায় সবাই ডেমোক্রেট পার্টির সদস্য। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সিনেটরদের মধ্যে শুধু র্যান্ড পলই বিপক্ষে ভোট দেন। নজরদারির কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য প্রচারণা চালানো শীর্ষ রিপাবলিকান হিসেবে তিনি পরিচিত।
কয়েকজন সিনেটর মনে করেন, নাইন ইলেভেনের হামলার পর সিআইএ ‘ওয়াটারবোর্ডিং’ (নিচু করে ঝুলিয়ে নাকে-মুখে পানি ঢালা) এবং ‘জিজ্ঞাসাবাদের আরও কঠোর পদ্ধতিসমূহ’ (ইআইটি)ব্যবহার করছিল, এসব পদ্ধতি ফিরিয়ে না এনে সেনা ফিল্ড ম্যানুয়ালসহ আইনানুগ জিজ্ঞাসাবাদের কৌশলই ব্যবহার করবেন বলে সিনেটের শুনানিতে পম্পেও যথেষ্ট দৃঢ় কোনো প্রতিশ্রতি দেননি।
ট্রাম্পের পূর্বসুরি বারাক ওবামা ২০০৯ সালে এক নির্বাহী আদেশে ওয়াটারবোর্ডিং এবং অন্যান্য ইআইট পদ্ধতি নিষিদ্ধ করেছিলেন। এসব পদ্ধতিকে নির্যাতন অভিহিত করে নিন্দা জানিয়েছিলেন মার্কিন আইনপ্রণেতা ও অধিকার বিষয়ক গোষ্ঠীগুলো।
সিনেটের গোয়েন্দা কমিটির লিখিত প্রশ্নের জবাবে পম্পেও বলেছিলেন, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদের নীতি পরিবর্তনের বিষয়ে তিনি উদার থাকবেন। তিনি বলেন, আমি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে দেখব যে দেশকে সুরক্ষায় প্রধান গোয়েন্দা তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে সেনা ফিল্ড ম্যানুয়াল পদ্ধতি অন্তরায় কি না।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ট্রাম্প ওয়াটারবোর্ডিং এবং ‘আরো অনেক খারাপ পদ্ধতি’ ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
পম্পেওর মনোনয়নের বিরোধিতা করে সিনেটে এক ঘণ্টারও বেশি বক্তৃতা করেন ডেমোক্রেট সিনেটর রন ওয়াইডেন। তিনি বলেন, পম্পেও নজরদারি এবং জিজ্ঞাসাবাদের কৌশলের বিষয়ে অসংলগ্ন জবাব দিয়েছেন, যাতে এটি জানা অসম্ভব যে তিনি সিআইএতে কেমন নীতি বাস্তবায়ন করবেন। ওয়াইডেনের অভিযোগ, পম্পেও যে ধরনের নজরদারির পরিকল্পনার কথা জানিয়েছেন তা ‘খুবই বিক্ষিপ্ত’ কর্মসূচি যার কথা আগে কখনো শোনা যায়নি।
এদিকে রিপাবলিকান সিনেটর র্যান্ড এক কলামে লিখেছেন, আমি নতুন সিআইএ পরিচালকের বিরুদ্ধে ভোট দিয়েছি, কারণ নিরাপত্তা নিয়ে তার পরিকল্পনার ক্ষেত্রে ট্রাম্প তাকে স্বাধীনতা দেবেন বলে আমি উদ্বিগ্নবোধ করছি।
অবশ্য সিনেটের গোয়েন্দা কমিটির সদস্য এমন অধিকাংশ রিপাবলিকান সিনেটরই পম্পেওকে ‘চমৎকার পছন্দ’ আখ্যা দিয়েছেন।
কঠোর জিজ্ঞাসাবাদ পদ্ধতি ব্যবহারের বিরুদ্ধে আইন প্রণয়নের বিরোধী শীর্ষ রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বলেছেন, কংগ্রেসম্যানদের কাছে পম্পেওর দেয়া কথার ব্যাপারে আমার কোন সন্দেহ নাই। আমি তার নিয়োগ অনুমোদনকে পুরোপুরি সমর্থন করেছি। জিজ্ঞাসাবাদের ইস্যুটি আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং আইন মেনে চলার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখব।