সাড়ে ৫ ঘণ্টা পর উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি:

নাটোর শহরতলীর তেবাড়িয়া রেলক্রসিং অতিক্রমের সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মালবাহী মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও রিলিফ ট্রেন এসে লাইন ক্লিয়ার করলে সোমবার সকাল ৯টার দিকে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট অতিক্রমকালে একটি মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তীব্র গতির ট্রেনটির ইঞ্জিন ট্রাকটিকে কয়েকশ মিটার ঠেলে নাটোর রেল স্টেশনের অদুরে সদর বাফার গোডাউনের সামনে এসে থেমে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়েছে।

নাটোর রেলস্টেশনের স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ লোকো নাটোরে পৌঁছে লাইন ক্লিয়ার করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলঘুচাপে পরিণত ‘জাওয়াদ’,বৃষ্টিতে ভোগান্তি
পরবর্তী নিবন্ধচকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত