সাহাবউদ্দিনের এমডিও বলছিলেন ‘করোনায় আক্রান্ত’

নিজস্ব প্রতিবেদক:

প্রতারণার মামলায় র‌্যাবের হাতে সোমবার গ্রেফতার হন সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলাম। তাকে বনানীর একটি হোটেল থেকে গ্রেফতার করা হলেও সেখানকার অতিথিরা যাতে আতঙ্কিত না হন তাই হোটেলের নাম প্রকাশ করেনি র‌্যাব।

তবে হোটেলে গ্রেফতারের সময় থেকে র‌্যাব হেফাজতে নেয়া পর্যন্ত একটি কথা বারবার বলতে থাকেন এমডি ফয়সাল। তিনি বলছিলেন, ‘আমি করোনায় আক্রান্ত’।

এক পর্যায়ে গতকালই তার নমুনা সংগ্রহ করিয়ে করোনা টেস্ট করায় র‌্যাব। কিন্তু মঙ্গলবার টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। মঙ্গলবার দুপুরে তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ফয়সালকে গ্রেফতারের পর তিনি বারবার করোনায় আক্রান্ত বলে দাবি করেন। গতকালই তার নমুনা সংগ্রহ করে, তা পরীক্ষা করা হয়। আজ (মঙ্গলবার) সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। রিপোর্ট পাওয়ার পরই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, আদালতে পাঠিয়ে এমডিকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করবে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধশ্যালিকাকে ধর্ষণে অভিযুক্ত দুলাভাই বন্দুকযুদ্ধে নিহত
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩০৫৭