সালাউদ্দিনের অস্ত্রোপচার ২৮ ডিসেম্বর

স্পোর্টস ডেস্ক : হৃদযন্ত্রের জটিলতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী ২৮ ডিসেম্বর তার হৃদযন্ত্রের অস্ত্রোপচারের কথা জানানো হয়েছে বাফুফের পক্ষ থেকে।

কাজী সালাউদ্দিনের অপারেশন আরো দিন তিনেক আগেই করার কথা ছিল। ক্রমাগত কাশির জন্য চিকিৎসকগণ অপারেশন বিলম্বে করার সিদ্ধান্ত নেন। দুই দফা পিছিয়ে এখন পরশু দিন অপারেশনের নতুন তারিখ হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন বাফুফে ভবনে এসে স্বাধীন বাংলা ফুটবল দলের নতুন নামফলক উন্মোচন করেন বাফুফে সভাপতি। ঐ দিনই ফুটবলাঙ্গনে তার সর্বশেষ বিচরণ।

এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হৃদযন্ত্রের কয়েকটি ব্লক ধরা পড়ে এনজিওগ্রামে। সেই ব্লক নিরসনে রিং প্রতিস্থাপনে যথেষ্ট নয় সার্জারিই প্রয়োজন। কাজী সালাউদ্দিনের বয়স ৭০ বছর। এই বয়সে হৃদযন্ত্রের অপারেশন বেশ ঝুঁকিপূর্ণ। অপারেশনর আগে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন কাজী সালাউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধরানির সঙ্গে চায়ের টেবিলে ব্রেইন টিউমারে অন্ধ হয়ে যাওয়া শিশু
পরবর্তী নিবন্ধবিজিবি ২৯ ডিসেম্বর মাঠে নামবে