সারা দেশ বিদ্যুতায়নের আওতায় আনা হবে : অর্থমন্ত্রী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

২০১৮ সালের মধ্যে সারা দেশ বিদ্যুতায়নের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, সরকারের যত টার্গেট আছে, তা ২০২৪ সালের মধ্যে পূরণ হবে। ২০৩০ সালের মধ্যে দরিদ্রতা থাকবে না। তবে ৭ শতাংশের মতো থাকলেও তা রাষ্ট্রের ওপর নির্ভর করবে। শনিবার বিকেলে সিলেট সীমান্তিকের ৪০ বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ এনজিও অ্যাক্টিভিটিস বাংলাদশের মতো আর কোনো দেশে নেই। এদের মধ্যে জন্মলগ্ন থেকেই সীমান্তিক স্বাস্থ্য, শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে তাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করেছে।

সীমান্তিকের চেয়ারম্যান মাজেদ আহমদ চঞ্চলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক সমাজকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মুদাচ্ছের আলী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন, সীমান্তিকের পৃষ্ঠপোষক ড. আহমদ আল কবীর। অনুষ্ঠানের অতিথিদের সীমান্তিকের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘আনিস এখনো চিকিৎসাধীন আছেন, গুজব ছড়াবেন না’
পরবর্তী নিবন্ধনিবন্ধন করে রোহিঙ্গাদের এক জায়গায় রাখা হবে: ত্রাণমন্ত্রী