সারাদেশে র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আজ বুধবার (২৯ নভেম্বর) ভোর থেকে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল। এমন পরিস্থিতিতে সারাদেশে মোতায়েন করা হয়েছে র‌্যাবের ৪২৮ টহল দল।

শুধু রাজধানীতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে ১৪০টি টহল দল।

বুধবার (২৯ নভেম্বর) সকালে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনের ক্ষেত্রে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধলিবিয়া থেকে ফিরলো আটক ১৪৩ বাংলাদেশি
পরবর্তী নিবন্ধআরও ৩০ বন্দির মুক্তি দিলো ইসরায়েল, হামাস ছাড়ল ১২ জনকে