নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাবে অবস্থান করা শিক্ষার্থীদের সঙ্গে দুপুর থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের থেমে থেমে সংঘর্ষ চলছে। এখনো ভেসে আসছে ককটেল বিস্ফোরণের শব্দ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ গাড়ি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৬টার দিকে নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ গাড়ি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে ঢাকা কলেজ ক্যাম্পাস ও কলেজের পাশের গলিতে অবস্থান নেন। সেখান থেকেই তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন।
অন্যদিকে সিটি কলেজ থেকে নিউমর্কেট পর্যন্ত সড়ক দখলে নিয়ে সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা।
এদিন দুপুর ১টা থেকে সায়েন্সল্যাবে শিক্ষার্থীরা জড়ো হন, বিপরীত পাশে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর শুরু হয় ধাওয়া-পালটাধাওয়া ও ককটেল বিস্ফোরণ।