পপুলার২৪নিউজ ডেস্ক :
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সামাজিক সংহতি প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সরকার, বিশ্বাসযোগ্য নির্বাচন, আইনের শাসন, মানবাধিকার খুবই জরুরি।
মঙ্গলবার মঙ্গলবার ঢাকায় ‘বিভক্ত সমাজে সংহতি, গণতন্ত্র বির্নিমান এবং সুশাসন : শ্রীলঙ্কার অভিজ্ঞতা থেকে শিক্ষা’ শীর্ষক এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ইন্সস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) এ বক্তৃতার আয়োজন করে।
বক্তৃতায় সমাজে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ব্যাপক ও বিস্তৃত চর্চার প্রতি গুরুত্বারোপ করেন চন্দ্রিকা।
তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বেশি সংঘাত প্রবণ দুটি অঞ্চলের মধ্যে দক্ষিণ এশিয়া একটি। এই অঞ্চলে সংহতি প্রতিষ্ঠায় প্রয়োজন গণতান্ত্রিক সরকার, আইনের শাসন, মানবাধিকার।
চন্দ্রিকা বলেন, গোটা বিশ্বেই আজ সন্ত্রাসের উত্থান দেখা যাচ্ছে। ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলা হয়েছে। আগে যুক্তরাজ্য, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রে এসব হামলা হয়েছে।
তিনি বলেন, আমাদের অঞ্চলও এ থেকে মুক্ত নয়। সন্ত্রাস কোনো বিপ্লব নয়। সন্ত্রাস ধ্বংস ডেকে আনে। হতাশা থেকে সন্ত্রাসের জন্ম হচ্ছে। দারিদ্র্য তথা প্রান্তিক জনগোষ্ঠীর কারণেও এটা হচ্ছে।
সন্ত্রাস দমনে জিরো টলারেন্সের পাশাপাশি সন্ত্রাসের মূল কারণ দূর করা দরকার বলে গুরত্বারোপ করেন চন্দ্রিকা কুমারাতুঙ্গা।
তিনি বলেন, সহিংসতা কোনো ধর্মের সংঘাত নয়। নানা রকমের বৈষম্য থেকে সন্ত্রাসের জন্ম হচ্ছে। সরকারের কর্মকান্ড সংখ্যালঘূরও বিরুদ্ধে গেলেও সন্ত্রাস হয়। রাষ্ট্রের কর্তৃত্বেও সন্ত্রাস হয়।
রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বলেন, সার্ক ও বিমসটেক উভয় সংস্থাই এই অঞ্চলের রাজনৈতিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।
শ্রীলঙ্কায় চীন ও ভারতের স্বার্থের সঙ্গে মিলিয়ে চলার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, এই দুটি বড় দেশ শ্রীলঙ্কায় কৌশলগত স্বার্থ রক্ষায় তৎপর। শ্রীলঙ্কার সরকার চতুরতার সঙ্গে তার সঙ্গে ভারসাম্য প্রতিষ্ঠা করেছে।
বিস সভাপতি মুন্সী ফয়েজ আহমদের সভাপতিত্বে বক্তৃতা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুর রহমান।
এছাড়াও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও গণফোরাম নেতা ড. কামাল হোসেন, অর্থনীতিবিদ অধ্যাপক ড. রেহমান সোবহান, ব্যারিস্টার আমিরুল ইসলাম, সাবেক পররাষ্ট্র সচিব শমমেল মবিন চৌধুরী, শ্রীলঙ্কার হাই কমিশনার ইয়োসুজা গুনাসেকেরাসহ দেশী-বিদেশী কূটনীতিক, বর্তমান ও অবসরপ্রাপ্ত সামরিক – বেসামরিক আমলা, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণা সংস্থার প্রতিনিধিসহ সমাজের বিভিন্নস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।