আন্তর্জাকি ডেস্ক :
ইরানের কাছে ‘ইসরাইলি সন্ত্রাসীদের’ একটি ‘ফাঁসির তালিকা’ রয়েছে – যার মধ্যে আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তসহ ইসরাইলের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কমান্ডাররা। এক্সে (সাবেক টুইটার) ঘুরে বেড়াচ্ছে এমনই একটি পোস্টার।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টারের একটি সংস্করণ শেয়ার করা হয়েছে ‘@Revenge_is_near’ নামের একটি এক্স হ্যান্ডেল থেকে। খবর এনডিটিভি’র।
এই পোস্টার সম্পর্কে কোনো সরকারই (ইরান ও ইসরাইল) এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি। যদিও প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের সামরিক গোয়েন্দাদের মধ্যে গুঞ্জন রয়েছে যে, নেতানিয়াহু না হলেও ইসরাইলের সিনিয়র নেতাদের ‘লক্ষ্যবস্তু’ করা হতে পারে।
তালিকায় থাকা অন্যান্য উচ্চপদস্থ সামরিক নেতারা হলেন- চিফ অব জেনারেল স্টাফ হার্জি হালেভি এবং তার ডেপুটি, আমির বারাম এবং উত্তর, দক্ষিণ ও কেন্দ্রীয় কমান্ডের প্রধানরা – মেজর জেনারেল ওরি গর্ডিন, ইহুদা ফক্স এবং এলিজার তোলেদানি। সামরিক গোয়েন্দা প্রধান আহরন হালিভার নামও রয়েছে। তালিকাটির শীর্ষে রয়েছে নেহানিয়াহুর নাম।
আরও পড়ুন: ‘ঘনিষ্ঠ মিত্র’ যুক্তরাষ্ট্রের নাগরিককেও ছাড়ল না ইসরাইল!