সাভারে ভুল চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে আহত

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সাভারে ভুল চিকিৎসায় নুর ইসলাম নামে একজনের মৃত্যুর প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে একটি বেসরকারি হাসপাতালের মালিক।

শনিবার বেলা ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের সুপার হসপিটালে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ওই যুবক পরান সূত্রধর জানান, গত শুক্রবার তার এক বন্ধুর নানা নুর ইসলামকে অসুস্থ অবস্থায় সাভারের সুপার হসপিটাল (প্রা.) লিমিটেডে ভর্তি করা হয়। রাতে ভুল চিকিৎসায় তিনি মারা যান বলে অভিযোগ করেন নিহতের পরিবার।

এ ঘটনায় সকালে পরান সূত্রধর নামের ওই যুবক হাসপাতালের মালিক সেলিম খানের কাছে জানতে চান কিভাবে মারা গেলেন তার বন্ধুর নানা। এ ঘটনায় হাসপাতালের মালিক ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে ওই যুবককে তার রুমে ডেকে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

এ ঘটনায় হাসপাতালের মালিক সেলিম খানের ম্যানেজার আবদুস সামাদের সঙ্গে কথা বললে তিনি জানান, হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। আহত যুবক নেশা করে হাসপাতালে এলে তাকে কে বা কারা উত্তম মধ্যম দেয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতাহিরপুরে শয়নকক্ষে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা
পরবর্তী নিবন্ধফতুল্লায় পরকীয়ায় খুন হন শ্রমিক দেলোয়ার