সাভারে বেপরোয়াগতির একটি যাত্রীবাহী নৈশ কোচের চাপায় মোটরসাইকেল আরোহী লালন হাওলাদার রাজন (৩০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন হাসান মিয়া (২৮) নামের অপর এক যুবদল নেতা।
নিহত রাজন সাভারের জয়নাবাড়ী এলাকার ওলিউল্লাহ হাওলাদারের ছেলে। তিনি সাভার তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ছিলেন। আহত হাসান মিয়া একই সংগঠনের সহসম্পাদক। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে জোড়পুল এলাকায় সিএনজি পাম্পে মোটরসাইকেলের জ্বালানি নিতে যান রাজন ও হাসান। তারা জ্বালানি নিয়ে মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় গাবতলী থেকে ছেড়ে আসা বেপারোয়াগতির একটি নৈশ কোচ তাদেরকে চাপা দেয়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় আহত হাসান মিয়ার চিকিৎসা চলছে একই হাসপাতালে।
খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় নিজ বাড়িতে নিয়ে যান।
যুবদল নেতা রাজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান। সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির বলেন, “এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। “