পপুলার২৪নিউজ,সাভার প্রতিনিধি:
সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীতে একটি ট্যানারির নির্মাণাধীন ছাদ ধসে অন্তত ১০ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। বুধবার দুপুরে হরিণধরা এলাকায় বে-ট্যানারিতে এ ছাদ ধসের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সাভার ফায়ার সর্ভিস সূত্র জানায়, বুধবার দুপুরে বে ট্যানারির একতলা ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় সেন্টারিংয়ের লোড নিতে না পেরে হঠাৎ করে নির্মাণাধীন ওই ভবনের ছাদের একটি বড় অংশ ধসে পড়ে।
এ সময় ছাদের নিচে পড়েন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। পরে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ওই ট্যানারির মালিক মো: সামছুর রহমান বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না।