সাভারে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারে বাসাবাড়িতে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাভার আশুলিয়া ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের ব্যানারে মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জোনাল অফিসের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত মানববন্ধন কর্মসুচীতে সভাপতিত্ব করেন তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতি সাভারের আহবায়ক মো. নুরুল হক। এসময় ঠিকাদারসহ স্থানীয় কয়েক’শ গ্রাহক মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। মানববন্ধন থেকে গ্রাহকরা অবিলম্বে বাসা বাড়ি ও শিল্প কারখানায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ চালুর জন্য সরকারের কাছে দাবি জানান।
এসময় আহবায়ক মো. নুরুল হক বলেন, কর্তৃপক্ষের হটকারী সিদ্ধান্তের কারণে বিভিন্ন সময়ে তিতাস গ্যাস সংযােগ বন্ধ করে। একটি অদৃশ্য স্বার্থান্বেষী মহলের কাছে তিতাস গ্যাসের মতো রাষ্ট্রীয় সম্পদ জিম্মি হয়ে আছে। তিনি বলেন, একটি স্বার্থানেষি মহল সরকারকে ভূল তথ্য দিয়ে আবাসিক সংযোগ বন্ধ রেখেছে। গ্রাহকগণ চাহিদাপত্রের টাকা জমা প্রদান করে দীর্ঘ ৬ বছর অপেক্ষায় আছে কিন্তু গ্যাস সংযােগ পাচ্ছে না। বৈধ সংযোগ না পেয়ে গ্রাহকরা অবৈধ সংযোগের দিকে ঝুকছে। এসমস্যা সমাধানে দ্রুত বৈধ সংযোগের দাবি জানান তিনি।
শহিদুল ইসলাম নামে এক গ্রাহক অভিযোগ করেন, সরকার দীর্ঘদিন ধরে আবাসিকে গ্যাস সংযোগ প্রদান বন্ধ রেখেছে। এর ফলে আমরা নতুন বাড়িঘর করার পরও নতুন করে সংযোগ পাচ্ছিনা। তবে সরকার আবাসিক সংযোগ বন্ধ রাখলেও এক শ্রেনির অসাধু ঠিকাদার ও গ্যাস অফিসের দুর্নিতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে দেশব্যাপী অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব চলছে। একদিকে আমরা বৈধ গ্যাসের অভাবে অতিরিক্ত টাকা দিয়ে সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করছি, অন্যদিকে সরকারী সম্পদ চুরি করে ব্যবহার করছে অবৈধ সংযোগধারীরা।
শাজাহান সরদার অভিযোগ করেন, বৈধ সংযোগ বন্ধ থাকায় প্রতিনিয়ত অবৈধ গ্যস ব্যবহার বেড়েই চলেছে। এতে করে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া যত্রতত্র নিন্মমানের সামগ্রি ব্যবসহারি করে অবৈধ সংযোগ গ্রহন করায় মাঝে মধ্যেই মৃত্যুর ঘটনা ঘটছে। অবৈধ গ্যাস সংযোগের কারনে বৈধ গ্যাস সংযোগধারীরাও গ্যাস থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান তিনি। তাই অবৈধ গ্যাস সংযোগের তৎপরতা কমানোর পাশাপাশি জনগনের দূর্ভোগ লাগবসহ সরকারী রাজস্ব আদায়ের লক্ষ্যে অবিলম্বে তিনি বৈধ গ্যাস সংযোগ চালুর জন্য সরকারের প্রতি দাবি জানান।
আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাভার আশুলিয়া ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক আহ্বায়ক নুরুল হক, যুগ্ন-আহবায়ক কাওছার আহমেদ, আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, মীর মোয়াজ্জেম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটি-২০ স্কোয়াডে চার নতুন মুখ, নেই মুশফিক- লিটন- সৌম্য
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার