সাব্বিরের পর সাজঘরে মুশফিক

পপুলার২৪নিউজ ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান। তামিম ইকবাল ৪৩ এবং সাকিব আল হাসান ৩ রান নিয়ে ব্যাট করছেন।

শনিবার রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জয়লাভ করেন লংকান অধিনায়ক উপল থারাঙ্গা।

তিনি বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান। ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তাদের জুটিতে আসে ২৯ রান। এরপর সৌম্য ব্যক্তিগত ১০ রান করে সুরঙ্গা লাকমালের বলে সাজঘরে ফেরেন।

এরপর তামিমের সঙ্গে দলের হাল ধরেন সাব্বির রহমান। তাদের জুটিতে আসে ৯০ রান। নিজের ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন সাব্বির। তবে ফিফটির পর তার ইনিংসটি বড় করতে পারেননি সাব্বির। অ্যাশলে গুনারত্নের বলে দুর্দান্ত এক ক্যাচ নেন থারাঙ্গা। ৫৪ রান করে আউট হন সাব্বির রহমান। তার ইনিংসটি ১০টি চারের মারে সাজানো ছিল।

পরের ওভারেই লাকসান সান্ডাকানের হাতে ফিরতি ক্যাচ দেন মুশফিকুর রহিম। মুশফিক ১ রান করেন।

পূর্ববর্তী নিবন্ধঅর্ধশতক করে সাজঘরে সাব্বির
পরবর্তী নিবন্ধবাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা