সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত ‘বীমা করপোরেশন আইন, ২০১৯’ অনুযায়ী সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১ হাজার কোটি টাকা এবং ৫শ কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা আগে যথাক্রমে ২০ কোটি টাকা এবং ১০ কোটি টাকা ছিল। সাধারণ বীমা করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, গত ১৯ জুন অনুষ্ঠিত সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের ৫৯৮তম সভায় করপোরেশনের নিজস্ব তহবিলের রিজার্ভ থেকে ৪৯০ কোটি টাকা স্থানান্তরপূর্বক পরিশোধিত মূলধন ৫শ কোটি টাকায় উন্নীতকরণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। পরিশোধিত মূলধন উন্নীতকরণের ফলে বহির্বিশ্বে পুনঃবীমাকারীদের কাছে করপোরেশনের ভাবমূর্তি অধিকতর উজ্জ্বল হবে ও এই খাতের ওপর জনগণের আস্থা বৃদ্ধি পাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেক করা হয়

 

 

পূর্ববর্তী নিবন্ধ৩৫ বার পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন
পরবর্তী নিবন্ধ৫ শতাংশ অ্যাডভান্স ট্যাক্স থেকে অব্যাহতি পেল যেসব খাত