অপহরণের সাত দিন পর বাসায় ফিরেছেন ব্যবসায়ী সজল চৌধুরী। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তিনি নিজ বাসায় ফিরে আসেন।
সজল চৌধুরীর মা দেলোয়ারা বেগম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অপহরণকারীরা আজ ভোররাতে সজল চৌধুরীকে নোয়াখালীতে ফেলে যান। সেখান থেকে সে ফোন করে মুক্তি পাওয়ার বিষয়টি জানায়।
‘অপহরণকারীরা সজলের পকেটে দুই হাজার টাকাও দিয়ে দেয়। তার পর সজল একটি গাড়ি ভাড়া করে ঢাকার পথে রওনা দেন। সাড়ে ১০টায় সে বাসায় পৌঁছায়।’
পরিবার ও পুলিশ জানায়, ১১ মার্চ রাতে ১৫-১৬ জন সশস্ত্র ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সজলকে অপহরণ করে। যাওয়ার সময় বাড়ির নিরাপত্তাকর্মী মো. এমদাদকে অস্ত্রের মুখে জিম্মি করে সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের ডিভিআর বক্স নিয়ে যায়। এমদাদ জানায়, অপহরণকারীরা তার পেটে লাথি মেরে অস্ত্রের মুখে জিম্মি করে ফুটেজ নিয়ে গেছে। তাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে। মঙ্গলবার এ ঘটনায় জিডি হয়েছিল।
ঘটনার ছয় দিন পর মামলা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও শনিবার মধ্যরাতে জানিয়েছিলেন ভাটারা থানার ওসি এসএম কামরুজ্জামান।