সাকিব ভাই কিংবদন্তি, তবে মাঠে দেখা যাবে: আলিস

স্পোর্টস ডেস্ক : চলতি বিপিএলে আলিস আল ইসলাম খেলছেন চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। তবে দল পাওয়া নিয়ে বিস্ময়কর এক ব্যাপার ঘটেছে তার সঙ্গে। নিলাম থেকে কোন দল না পেলেও পরবর্তীতে কুমিল্লা তাকে দলে ভেড়ায়। সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়ে ম্যাচসেরা পারফরমেন্সও করেছেন তিনি। এবার অপেক্ষা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মুখোমুখি হওয়ার।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৫তম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এই ম্যাচে খেলার জন্য প্রস্তুত কুমিল্লার ডানহাতি অফব্রেক বোলার আলিস। ইতিমধ্যে বাংলাদেশি এই বোলারকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

কুমিল্লার সবশেষ ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত বল করেছিলেন আলিস। ৪ ওভারে দিয়েছিলেন মাত্র ১৭ রান, বিনিময়ে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। এর মধ্যে একটি ওভার মেডেনও দিয়েছেন। এবার সেই আলিসের সামনে চ্যালেঞ্জ বড় তারকা সাকিবের দল রংপুর।

ম্যাচের আগের দিন অনুশীলন শেষে আলিস বলেন, ‘সাকিব ভাই তো কিংবদন্তি, এই ব্যাপারে মাঠে দেখা হবে।’ প্রতিপক্ষ সম্পর্কে তিনি বলেন, ‘রংপুর রাইডার্স অনেক ভালো দল। তাদের দেশি-বিদেশি ভালো খেলোয়াড় রয়েছে। আমাদের দলেও তেমন রয়েছে। আশা করি ম্যাচটা খুব উপভোগ্য হবে। দিনশেষে আমরা চেষ্টা করব যেন জয় নিয়ে ফিরি।’

কুমিল্লায় যোগ দেয়ার বিষয়ে আলিস বলেন, ‘এটা খুবই ভাগ্যের ব্যাপার। ড্রাফট শেষ হওয়ার পরে টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে আমাকে দলে নেয়া হয়েছে। এটা সত্যিই ভাগ্যের ব্যাপার।’ ভাগ্যকে বড় করে দেখছেন আলিস। এভাবে তার দেখার কারণও রয়েছে। উঠতি সময়ে আসে চাকিংয়ের অভিযোগ, এরপর একের পর এক ইনজুরি তো রয়েছেই। সবমিলিয়ে তার প্রত্যাবর্তনের গল্পটা রোমাঞ্চকর।

ভাগ্যের বিষয়ে বাংলাদেশি এই ক্রিকেটার আরও বলেন, ‘ভাগ্য সহায় না হলে ভালো পারফরম্যান্স থাকা অবস্থায়ও অনেকে ছিটকে যায়। যেমন আমার বিগত বিপিএলে ভাগ্য সহায় ছিল না। ইনজুরিতে পড়লাম। তবে এই নিয়েই মানুষের জীবন।’

২০১৯ বিপিএলে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছিলেন তিনি। হয়েছিলেন ম্যাচসেরা। এরপরেই চাকিংয়ের অভিযোগ এবং ইনজুরি আলিসের জীবন থেকে কেড়ে নেয় আনন্দ। তবুও থেমে থাকেননি। খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ সালাউদ্দিনদের কল্যাণে আবারো ফিরে আসেন মাঠে।

শত প্রতিবন্ধকতা এবং চাপ মোকাবেলা করা আলিস বলেন, ‘অনেকদিন পর এরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছি। নিজের থেকে একটু চাপ অনুভব করছিলাম। এর আগে প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ খেলা হয়েছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ এই প্রথম খেলছি। তবে দল যেভাবে আমার পাশে থেকেছে, তাতে আমি সাহসের সাথে ম্যাচ খেলতে পেরেছি।’

আলিসের প্রত্যাশা এখন দলীয়ভাবে পারফরম্যান্স করে বিপিএলের চূড়ায় ওঠা। তিনি বলেন, ‘সেদিন যে আমার কারণে ম্যাচ জিতেছি এমন নয়, দলের সবাই ভালো করেছেন সেজন্য ম্যাচ জিততে পেরেছি। লিটনদা যেভাবে ক্যাচ ধরেছেন, স্টাম্পিং করেছেন, তা অবিশ্বাস্য ছিল। এভাবেই দলীয়ভাবে খেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে জাহিদ হাসান
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে ইমরানের পিটিআই