সাইফ-কারিনার দেশ ছাড়ার গুঞ্জন, কোথায় বাড়ি কিনলেন তারা

বিনোদন ডেস্ক:

সম্প্রতি মুম্বাইয়ে বলিউড তারকা সাইফ আলি খানের বাড়ির ভেতর ঢুকে এক অজ্ঞাত ব্যক্তি তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হয়েছিলেন। ফলে এখন তিনি এবং তার পরিবার যে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন- এমনটাই স্বাভাবিক ঘটনা।

সাইফ নবাব পরিবারের ছোট ছেলে। বিশাল পাতৌদি প্যালেসের মালিক তিনি। মুম্বাইয়ে রয়েছে তার বিরাট অ্যাপার্টমেন্ট। স্ত্রী কারিনা কাপুর নবাব পরিবারের আদরের পুত্রবধূ। এ তারকা দম্পতি আজ মুম্বাই তো কাল লন্ডনে থাকেন। তবে এবার ভারতের বাইরে বিশাল বাংলো কিনেছেন সাইফ।

ফলে গুঞ্জন উঠেছে তাহলে কী সাইফও স্ত্রী-সন্তান নিয়ে দেশ ছাড়ছেন, কোথায় কিনলেন দামি বাড়ি? অন্যদিকে বিরাট কোহলি-অনুশকা শর্মাও লন্ডনে থাকতে শুরু করেছেন এবং তাদের দেশ ছাড়া নিয়েও শুরু হয়েছে গুঞ্জন।

জানা গেছে, বলিউড সুপারস্টার সাইফ আলি খান সম্প্রতি নিজের জন্য একটি নতুন বাড়ি কিনেছেন। তিনি ভারতে নয়, কাতারের দোহায় এ বিলাসবহুল বাড়িটি কিনেছেন। সাইফ আলি খান প্রকাশ করেছেন যে কাতারের সৌন্দর্য, নিরাপত্তা এবং ভারতের থেকে খুব বেশি দূর না হওয়ার ফলে তিনি এই বাড়িটি কিনেছেন, যাতে তার পরিবার সেখানে নিয়মিত যাতায়াত করতে পারে এবং ছুটি উপভোগ করতে পারে। এই বাড়িতে থাকতে সাইফ অত্যন্ত উপভোগ করেন এমনই জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সাইফ বললেন, ‘আমি কিছু জিনিস নিয়ে ভাবি। একটি হলো এটি খুব বেশি দূরে নয়। সহজেই পৌঁছানো যায় এবং দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি খুব নিরাপদ। অন্যদিকে এই বাড়িতে থাকার দারুণ অনুভূতি। এটি একটি দ্বীপের মধ্যে। এটি বসবাসের জন্য সত্যিই একটি সুন্দর জায়গা।’

সাইফ কেনো দোহায় বাড়ি কিনেছেন- এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমি কিছু কাজের জন্য সেখানে গিয়েছিলাম এবং আমি কিছু একটার শুটিং করছিলাম, তখন এই প্রপার্টিতে আমি ছিলাম। আমার মনে হয়েছিল এটি দুর্দান্ত। এছাড়াও নিরাপত্তা ও গোপনীয়তা রাখতে এই জায়গাটি বেশ ভালো। পছন্দ করেছি। খুব যত্ন নিয়ে এই বাড়িটি তৈরি করা হয়েছিল।’

শুধু কাতারে নয়, বিশ্বের বিভিন্ন দেশে সাইফের অনেক সম্পত্তি রয়েছে। বর্তমানে তিনি এবং তার পরিবার, স্ত্রী-অভিনেত্রী কারিনা কাপুর, ছেলে তৈমুর এবং জেহ, বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে থাকেন। তার পৈতৃক পাতৌদি প্রাসাদও রয়েছে। লন্ডন এবং জিস্টাডেও সইফের সম্পত্তি আছে।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীর হামলায় সরব হলেন সোনাক্ষী সিনহা
পরবর্তী নিবন্ধ‘বেদের মেয়ের রাজকুমার’ থেকে রাজনৈতিক দলনেতা