সাইক্লিস্টে বাংলাদেশের রেকর্ডের গিনেস স্বীকৃতি

পপুলার২৪নিউজ ডেস্ক:
5মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে গত বছরের ১৬ ডিসেম্বর বাংলাদেশের ১১৮৬ জন সাইক্লিস্ট এক লেনে সাইকেল চালিয়েছিলেন।

মঙ্গলবার তাদের সে প্রয়াসকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

গিসেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেসের ওয়েবসাইটে বিষয়টি তুলে ধরা হয়েছে।

এক লেনে সর্বোচ্চ সংখ্যক সাইক্লিস্টের সাইকেল চালানোর আগের বিশ্বরেকর্ডটি ছিল বসনিয়া-হার্জেগোভিনার। ২০১৫ সালে দেশটির ৯৮৪ জন সাইক্লিস্ট ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’র রেকর্ডটি গড়েছিলেন।

তারা ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ৯১৪ জন সাইক্লিস্টের গড়া রেকর্ড ভেঙেছিলেন।

এবার বাংলাদেশ তাদের সব রেকর্ড পেছনে ফেলে গিনেস বুকে নিজেদের অবস্থান করে নিল।
মহান বিজয় দিবসে বিডিসাইক্লিস্ট গ্রুপ এই আয়োজন করেছিল। সেদিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সকাল সাড়ে ৮টায় কয়েকশ’ সাইক্লিস্ট নিয়ে বিজয় রাইড শুরু হয়। ফার্মগেট হয়ে বিজয় স্মরণি, এরপর মহাখালী হয়ে গুলশান, বাড্ডা পেছনে ফেলে ৩০০ ফুটে সমবেত হন ১১৮৬ জন সাইক্লিস্ট।

অবশ্য সেদিন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কোনো প্রতিনিধি ছিলেন না। পরে আয়োজকরা ছয়টি ক্যামেরার আনকাট ভিডিও, আকাশ থেকে তোলা ছবি ও ভিডিও ফুটেজ, চারজন নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী এবং গোটা রাইড নিয়ে বিডিসাইক্লিস্টস কর্তৃপক্ষের বাইরে ২৪ জন নিরপেক্ষ পর্যবেক্ষকের দেয়া প্রতিবেদন গিনেজ কর্তৃপক্ষকে পাঠানো হয়, যা আজ সাফল্যের মুখ দেখল।

পূর্ববর্তী নিবন্ধবারাক ওবামার বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশী বেহনাজ
পরবর্তী নিবন্ধলস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত