রোববার বিকালে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে মীরুর মনিরামপুরের বাসভবনে তল্লাশি অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।
এ ব্যাপারে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, মেয়র মীরু যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য সতর্কতা অবলম্বনের জন্য তার মনিরামপুরের বাসায় অভিযান চালিয়ে তার এসব মূল্যবান কাগজপত্র জব্দ করা হয়।
পুলিশ জানায়, মেয়রের অবস্থান নিশ্চিত হতে বাড়িটিকে পুলিশ বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
উল্লেখ্য, মেয়র মীরুর শর্টগানের গুলিতে আহত সমকালের সাংবাদিক শিমুল শুক্রবার ঢাকায় নেয়ার পথে মারা যান। শনিবার নিহতর স্ত্রী মোছাঃ কামরুন্নাহার বাদি হয়ে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুকে প্রধান আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত ৮ জন গ্রেফতার হলেও মেয়র মীরুসহ অন্য আসামিরা এখনও পলাতক রয়েছেন।
মামলার প্রধান আসামি মেয়র মিরু গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন।