সাংবাদিক আফতাব হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
একুশে পদকপ্রাপ্ত দৈনিক ইত্তেফাকের প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ও ১ জনের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২০ মার্চ যুক্তিতর্ক শেষে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার রায়ের জন্য এ দিন নির্ধারন করেন।
২০১৪ সালের ১৫ জুলাই মামলার ৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত।
আসামিদের মধ্যে আফতাবের গাড়ি চালক হুমায়ুন কবির মোল্লা, বেলাল হোসেন কিসলু, সবুজ খান, রাজু মুন্সি ও হাবিব হাওলাদার কারাগারে আটক আছেন। রাসেল নামে এক আসামি পলাতক রয়েছেন।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে সাংবাদিক আফতাবকে তার রামপুরার নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। ২৫ ডিসেম্বর সকালে আফতাবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি তদন্ত করে ২০১৪ সালের ২৫ মার্চ ৬ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধআহত কর্নেল আজাদের অবস্থা অপরিবর্তিত
পরবর্তী নিবন্ধ৮ উইকেটের জয় পেল ভারত