বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে প্রায় ৭৭ মিনিট ধরে ট্রাম্প তার সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় গণমাধ্যমের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ওয়াশিংটন, নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ গণমাধ্যম সাধারণ মানুষের কথা বলে না। তারা সুবিধাভোগীদের পক্ষে কথা বলে।’
এরপরই সাংবাদিক সম্পর্কে ট্রাম্প বলেন, ‘সাংবাদিকরা এতটাই অসৎ যে, আমরা যদি গণমাধ্যমের সঙ্গে কথা না বলি তাহলে তারা প্রমাণ করবেন আমরা জনগণের কোনো সেবাই করছি না।’
সংবাদমাধ্যমের অসততা ‘নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘টেলিভিশন ছাড়লে, সংবাদপত্র পড়লে মনে হবে সবকিছুতে বিশৃংখলা চলছে।’
‘ভুয়া’ সংবাদমাধ্যম তার প্রশাসনের সঠিক খবর প্রকাশে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।
তবে নিজ প্রশাসনে চলা বিশৃংখলার গুজবকে তিনি উড়িয়ে দেন। পাল্টা এজন্য গণমাধ্যমকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি দাবি করেন, ‘তার প্রশাসন উত্তমভাবে সারিয়ে তোলা একটি যন্ত্রের মত কাজ করছে।’
যদিও প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার প্রায় চার সপ্তাহ হয়ে গেলেও তার মনোনীত কেবিনেট পূর্ণভাবে কংগ্রেসের অনুমোদন পায়নি। ২২ জন মনোনীত কেবিনেট সদস্যের মধ্যে এখন পর্যন্ত ১০ জনের নিয়োগ অনুমোদন করেছে কংগ্রেস।
তবে ট্রাম্প মনে করেন, মনোনীত কেবিনেট সদস্যদের অনুমোদন পাওয়া না গেলেও তার প্রশাসন চমৎকার চলছে।
আর যেটুকু বিশৃংখলা রয়েছে তা তিনি বারাক ওবামা প্রশাসন থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলে দাবি করেন।
ট্রাম্পের ভাষ্যে, ‘সত্যি বলতে এই বিশৃংখলা উত্তরাধিকার সূত্রে পাওয়া। এটা সত্যিই জগাখিচুড়ি অবস্থা, দেশে এবং দেশের বাইরে।’
সংবাদ সম্মেলনে রাশিয়ার সঙ্গে তার প্রশাসনের কর্মকর্তাদের গোপন যোগাযোগের খবরও নাকচ করে দেন ট্রাম্প। উল্টো অভিযোগ করে বসেন, ‘এ নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করা হচ্ছে।’
ট্রাম্প প্রতিনিয়ত মূলধারার মার্কিন গণমাধ্যমগুলোর সমালোচনা করছেন। নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের সাংবাদিকতার মান নিয়ে তিনি প্রশ্ন তুলছেন।
দায়িত্ব নেয়ার পরপরই সাংবাদিকতাকে তিনি ‘চরম অসৎ শ্রেণী’র অন্তর্ভুক্ত পেশা বলে তোপ দাগেন।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ১৭ জন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করার সুযোগ পান। এর মধ্যে ট্রাম্পপন্থী গণমাধ্যমের সাংবাদিকদের বেছে বেছে এ সুযোগ দেয়া হয়।
প্রশাসনের টালমাটাল অবস্থা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে তাকে বসিয়ে দেন ট্রাম্প।
এর আগে বুধবার হোয়াইট হাউসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনেও দু’জন সাংবাদিকের প্রশ্ন গ্রহণ করেন ট্রাম্প। এরা হলেন- সিবিএন (খ্রিস্টান ব্রডকাস্টিং নেটওয়ার্ক) ও টাউনহল পত্রিকার সাংবাদিক। এ দুটো গণমাধ্যম ডানপন্থী ধারার রক্ষণশীল বলে পরিচিত।