নিজস্ব প্রতিবেদক
পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্টস ইউনিটি (বিজু) সদস্য, বাংলাট্রিবিউন এর সিনিয়র রিপোর্টার শাহেদ শফিকসহ সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজু’র কার্যনির্বাহী কমিটি। বিজুর সভাপতি মো: শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ মিয়া এক বিবৃতিতে হামলাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ঢাকা কলেজের সামনে ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর সন্ত্রাসী কায়দায় পৈশাচিক হামলা চালানো হয়।
এ ঘটনায় অনেক সাংবাদিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে যারা সাংবাদিকদের উপর হামলা চালায়, তারা যেই হোক না কেনো তাদের পরিচয় সন্ত্রাসী। এ সন্ত্রাসীরা দেশ ও জাতির শত্রু। বিজু’র নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো দায়িত্ববান হওয়ার আহবান জানান।