হাদিউজ্জামান গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
এলাকার একমাত্র প্রকাশিত পাঠকপ্রিয় সংবাদপত্র পাক্ষিক মুকসুদপুর সংবাদ এর ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৯ অক্টোবর রবিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন মুকসুদপুর সংবাদ গত ১৮ বছর ধরে মুকসুদপুরের উন্নয়নের কথা, গণমানুষের দাবী দাওয়ার কথা তুলে ধরেছে। এই তুলে ধরার মাধ্যমে মুকসুদপুর সংবাদ তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে। আমি আশা করব আগামীতে তারা এই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। মুকসুদপুর সংবাদ এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সম্পাদক ম-লীর সভাপতি আবু এম ফারুক এবং অন্যান্য অতিথিদের নিয়ে কেক কর্তন শেষে মুহাম্মদ ফারুক খান এমপি বলেন মুকসুদপুরের উন্নয়নে প্রয়োজন সকল কথাই মুকসুদপুর সংবাদ তুলে ধরেছে। নাগরিক জীবনে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম, সংবাদপত্র ছাড়া একটা ঘন্টাও আমরা চিন্তা করতে পারিনা। সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বর্তমান সময়ে সংবাদপত্রই গণমানুষের আশা আকাক্সক্ষার প্রতিফলন ব্যক্ত করছ্।ে তিনি আরও বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবাদপত্রের ভুমিকা অপরিসীম। যারা সরকারে আছেন, যারা সরকারি দায়িত্ব পালন করেন তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্যই সংবাদপত্র। এই সংবাদপত্রকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সময়ে সাংবাদিকরা কঠিন চ্যালেঞ্জের সন্মুখিন। তাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। তবে বিশ্বায়নের যুগে অনলাইন, টিভি, সামাজিক যোগাযোগ মাধ্যম প্রিন্ট মিডিয়াকে আরও বেশী দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। মুকসুদপুর সংবাদ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আরও সামনের দিকে এগিয়ে যাক। প্রতিষ্ঠাবার্ষিকীতে আগত সকলকে স্বাগত জানান মুকসুদপুর সংবাদ সম্পাদক ম-লীর সভাপতি আবু এম ফারুক, সম্পাদক ও তার সহকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক রবিউল আলম শিকদার, ভাঙ্গা কেএম কলেজ অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী, বাটিকামারী কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম, জয়নগর ইয়ার আলী খান কলেজ অধ্যক্ষ শহীদুল ইসলাম, কমলাপুর মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, শেখ ফজিলাতুন নেছা মডেল মাদরাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন মিজান, মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান, অফিসার্স ক্লাব সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাব সম্পাদক হুজ্জাত হোসেন লিটু, সহসভাপতি ছিরু মিয়া, কাশিয়ানী প্রেসক্লাব সম্পাদক নিজামুল আলম মোরাদ, সহসভাপতি মো: ফায়েকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডা: বলরাম অধিকারি, ডা: রায়হান ইসলাম শোভন, ডা: বিশ্বদেব মন্ডল, আওয়ামীলীগ সহসভাপতি আশরাফ আলী আশু, শাহ আকরাম হোসেন জাফর, শ্যামল কান্তি বোস, যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, এমএম মহিউদ্দীন আহমেদ মুক্ত, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ খন্দকার, স্বাস্থ্য সম্পাদক নুরুল ইসলাম জুন্নু, সাংস্কৃতিক সম্পাদক কল্যাণ দাস, জনতা ব্যাংক ম্যানেজার মো: এসকেন্দার মিয়া, ব্যাংক এশিয়ার ম্যানেজার কুতুবউদ্দীন, মনোয়ারা শপিং কমপ্লেক্স এর পরিচালক সাইফুদ্দীন সরদার বিদ্যুৎ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম ফরহাদ রিপন, আওয়ামীলীগ মক্তিযোদ্ধআ বিষয়ক সম্পাদ গোলজার হোসেন, প্রচার সম্পাদক এসএম জাহিদুর রহমান, সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন, বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাবির মিয়া, সাবেক ছাত্রলীগ সম্পাদক আশিকুর রহমান রনি, উপজেলা যুবলীগ ও বাজার বণিক সভাপতি জহির হাসান টিটো, যুব মহিলা লীগ সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান তানিয়া হক শোভা, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক ইকবাল মিয়া, শ্রমিক লীগ সম্পাদক কামরুজ্জামান কামাল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান আরিফুর রহমান রানা, পৌরশ্রমিক লীগ নেতা হুয়মায়ন ঠাকুর, কৃষকলীগ যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মোল্যা, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাইমুল হাকিম জুম্মান, যুবলীগ নেতা হাসান মুন্সী, ডালিম হোসেন, আল আমিন।
মুকসুদপুর পৌরসভা কমিশনার আনোয়ার হোসেন, সাইফুল আজম খবির, গোহালা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ওহিদুল আলম ডাবলু, ফারুক শরীফ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক খন্দকার রবিউল ও ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগ সহসভাপতি আরিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাওন আশরাফ বোরহান, সম্পাদক মেহেদী হাসান, কলেজ ছাত্রলীগ সভাপতি জব্বারুল আলম মাফুজ, সম্পাদক নাইম কাজী, পৌর সম্পাদক শিপন মোল্যা। ইউপি চেয়ারম্যান সোহল শেখ, ননীক্ষির চেয়ারম্যান আসাদুজ্জামান মিনাসহ সকল বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুকসুদপুর সংবাদকর্মীরা তাদের স্বাগত জানান। এরআগে তিনি কুলাকোনা গ্রামের পল্লী বিদ্যুতের উদ্বোধন করেন। পরের দিন ৩০ অক্টোবর দিনব্যাপী কর্মসুচীর মধ্যে উজানী ডিগ্রি কলেজে প্রথম গভর্নিং বডির সভায় সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সাথে আলোচনা সভা, মুকসুদপুরের ২৫ টি মসজিদের কার্পেট, সকল ইউপি দফাদার ও চৌকিদারদের মধ্যে টর্চ লাইট ও শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করেন এর পরে সন্ধ্যায় দিগনগর বাগাট বরইহাট পল্লী বিদ্যুতের উদ্বোধন করেন।