তিন ম্যাচ টি ২০ সিরিজের প্রথম ম্যাচে হেসে খেলে জয় পেয়েছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচটি খুব বেশি সহজ হয়নি সরফরাজদের জন্য।
শুক্রবার রাতে আবুধাবির মাটিতে দ্বিতীয় টি ২০ ম্যাচে জয় তুলতে একদম নাভিশ্বাস উঠে গিয়েছিল পাকিস্তানি ক্রিকেটারদের।
শেষ পর্যন্ত শ্রীলংকার দেয়া ১২৫ রানের টার্গেট তাড়া করতে গিয়ে দুই উইকেটের জয় পায় সরফরাজ বাহিনী।
দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন বল হাতে হ্যাটট্রিক করা ফাহিম আশরাফ আর শেষ দিকে দৃঢ়ভাবে ব্যাট চালানো শাদাব খান। আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচও হন শাদাব।
টস হেরে ব্যাট হাতে মাঠে নেমে শুরুটা ভালোই করেছিলেন লংকান ব্যাটসম্যানরা। পাকিস্তানি বোলারদের কড়া হাতে শাসন করা শুরু করেন গুনাতিলাকা ও মুনওয়ারা। তবে ব্যক্তিগত ১৯ রানে ফেরত যান মুনওয়ারা। অবশ্য শাসন জারি রাখেন গুনাতিলাকা। তার সঙ্গে যোগ দেন সামারাবিক্রমা। এই দুই ব্যাটসম্যান ভালোই তাণ্ডব চালান।
৪৩ রানে ওপেনিং জুটি ভাঙার পর এই দুইজন মিলে দলকে ১০৬ রান পর্যন্ত টেনে নেন। কিন্তু রান আউটের ফাঁদে পড়ে সামারাবিক্রমা ফেরেন ৩২ রান করে।
তখনও অপর প্রান্তে ছিলেন গুনাতিলাকা। তবে ব্যক্তিগত ৫১ এবং দলীয় ১০৭ রানের মাথায় শাদাবের বলে ক্যাচ দিয়ে তিনিও সাজঘরে ফেরেন।
এরপর শুধু আসা-যাওয়ার মিছিল দীর্ঘ হয়েছে। প্রসন্ন ১ রান করে রান আউট আর হাসান আলির বলে ক্যাচ দিয়ে ৩ রান করে ফেরেন পেরেরা।
পেরেরার বিদায়ের পর হ্যাটট্রিক করেন ফাহিম আশরাফ। একাই ফেরান শনাকা (১), উদানা (৬), উরুওয়াত্তেকে (০)। শেষ উইকেট হিসেবে পাতিরানাকে (১) তুলে নেন হাসান।
শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে থামে লংকানরা।
তবে বল হাতে লো স্কোরিং ম্যাচটিকেই উত্তেজনায় ভরিয়ে তোলেন লংকান বোলাররা। পাকিস্তানি ব্যাটসম্যানদের ইনিংস বড় হতে দেননি তারা। শেষের দিকে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিলেন শতভাগ।
লংকান বোলারদের তোপের মুখে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক সরফরাজ। এছাড়া আহমেদ শেহজাদের ২৭, মোহাম্মদ হাফিজেহর ১৪ আর ফখর জামানের ১১ দলকে এগিয়ে নেয়।
এই অবস্থায় শেষের দিকে যখন বলের তুলনায় রান প্রয়োজন অনেক বেশি, তখন লড়াকু ইনিংস খেলেন শাদাব খান। দলকে উত্তেজনাপূর্ণ একটি জয় এনে দেন তিনি। আর নিজে করেন ৮ বলে ১৬ রান। তাকে যোগ্য সঙ্গ দেন হাসান আলি (৩)।
শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
আর এক উইকেট নিয়ে ও দলের প্রয়োজনে ঝড়ো রান তুলে ম্যান অব দ্য ম্যাচ হন শাদাব।
এই জয়ে টি ২০ সিরিজটি নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এখন সামনের ম্যাচটি হবে শুধু আনুষ্ঠানিকতা। তবে অবশ্যই সামনের ম্যাচটি জিতে পাকিস্তান চাইবে হোয়াইটওয়াশ করতে আর লংকানরা চাইবে সম্মান বাঁচানোর জয়।