সর্বোচ্চ লেনদেনকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জেসিআইএল

নিউজ ডেস্ক:

জনতা ব্যাংক লিমিটেড এর সাবসিডিয়ারী প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরীতে সর্বোচ্চ লেনদেনকারী প্রতিষ্ঠানের (প্রথম স্থান) স্বীকৃতি অর্জন করেছে। সম্প্রতি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সাবসিডিয়ারী কোম্পানী আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানী লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড. কিসমত উল্লাহ আহসানের হাত থেকে জেসিআএল’র চীফ এক্সিকিউটিভ শহীদুল হক এফসিএমএ সম্মাননা স্মারক গ্রহন করেন। অনুষ্ঠানে জেসিআএল’র উপমহাব্যবস্থাপক এবং কোম্পানী সেক্রেরেটারী মোঃ আনোয়ারুল ইসলামসহ আইসিবির উদ্ধতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থবছরে পরপর দুই বছর সর্বোচ্চ লেনদেনকারী প্রতিষ্ঠান ছিল জেসিআইএল।

পূর্ববর্তী নিবন্ধএটি ট্রায়াল প্রত্যাবাসন, বিরোধিতার সুযোগ নেই
পরবর্তী নিবন্ধজাতির পিতার সমাধিতে রূপালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকদের শ্রদ্ধা