মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ,
গোপালগঞ্জের মুকসুদপুরে সর্বজনীন পেনশন স্কীম নিয়ে অবহিতকরণ সভা ও রেজিস্ট্রেশনের জন্য একটি সেবা প্রদান বুথ তথা হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলকে পেনশন স্কীমের প্রয়োজনীয়তা ও জনগণকে এ বিষয়ে উদ্বুদ্ধ করার উপর গুরুত্বারোপ করা হয়
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসি বিশ্বাস দুর্গা, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মেল্যা, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টএইচও ডা. রায়হান ইসলাম শোভনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান জানান, অবহিতকরণ সভা শেষে পেনশন রেজিস্ট্রেশনের জন্য একটি সেবা প্রদান বুথ তথা হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়। এতে করে সকল নাগরিক সহজেই রেজিষ্ট্রেশন করতে পারবে৷