বুধবার সকালে শহরের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় পূজার আনন্দে কিছুটা ভাটা পড়ে।
নিহত পুরোহিত প্রদীপ কুমার ভট্টাচার্য (৫৭) শহরের মাধবপুর এলাকার মৃত যতীন চন্দ্র ভট্টাচার্যের ছেলে। তিনি শেরপুর জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী ছিলেন।
তার মৃত্যুতে জেলা পুরোহিত কল্যাণ পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকালে পৌর শেরী শ্মশান ঘাটে ওই প্রয়াত পুরোহিতের শেষ কৃত্য অনুষ্ঠিত হয়।
এদিকে ধর্মীয় আচার অনুষ্ঠান আর আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে শেরপুরে বিদ্যা ও জ্ঞানের দেবী স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মন্দির ও বাসা বাড়ির পূজা মণ্ডপে পূজা অর্চনা হয়।
পুজা মণ্ডপে বিদ্যা দেবীর চরণে অঞ্জলী প্রদানের পাশাপাশি পূজা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং পাড়ায় পাড়ায় শিশু-কিশোর এবং তরুণ তরুণীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
পূজা উপলক্ষে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব গুলোকে সাজানো হয় বর্ণিল সাজে।
এবার জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, ক্লাব ও মন্দিরের পূজা মণ্ডপগুলোতে প্রায় দুই হাজার সরস্বতী পূজার আয়োজন করা হয় বলে পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে।