সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: ফখরুল

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রোহিঙ্গা ইস্যুতে সরকারের জাতীয় ঐক্যের ডাক দেয়া উচিত। এতে সম্মিলিতভাবে আরও শক্তিশালী হয়ে রোহিঙ্গাদের জন্য কাজ করা সম্ভব হবে। তবে তা না করে সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে উখিয়ার বালুখালীতে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন ক্যাম্পে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা দেশের মধ্যে কোনো রাজনীতি করতে চাই না। ক্ষমতাসীন দলের নেতারা লোক দেখানো ত্রাণের কাজ করছেন, তারা সরকারি ত্রাণ ব্যবহার করছেন। তবে আমরা যতটুকু সম্ভব ত্রাণ দিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চাই।

এ সময় রোহিঙ্গাদের জন্য দলটির নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান ফখরুল।

এর আগে মঙ্গলবার বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান বিএনপি মহাসচিব।

বিকালে কক্সবাজার শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম আলমগীর।

 

পূর্ববর্তী নিবন্ধবাংলা ওয়েবসাইটে চালু হচ্ছে গুগল অ্যাডসেন্স
পরবর্তী নিবন্ধসোয়াইন ফ্লুতে ৩৮ মিয়ানমার নাগরিকের মৃত্যু