পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সরকার সমঝোতা স্মারকের নামে দেশের প্রতিরক্ষা কাঠামোকে ভারতের কাছে উন্মুক্ত করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘সরকার নতজানু হয়ে শনিবার যে প্রতিরক্ষা সমঝোতা স্মারক করেছে, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। এদেশের মানুষ কখনও এ চুক্তি মেনে নেবে না।’
তিনি বলেন, ‘প্রতিরক্ষা সহযোগিতা স্মারকে সই করে বাংলাদেশের নিরাপত্তা গোপনীয়তাকে ভারতের কাছে উন্মোচন করে দেয়া হয়েছে। এটি ভারতীয় প্রতিরক্ষার এক্সটেনশন হবে কি না জানি না!’
ভারতের কাছে প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, ‘কিসের প্রতিরক্ষা সহযোগিতা? আপনারা আমাদের শান্তি বাহিনীকে অস্ত্র দেননি? তাদের আশ্রয় দেননি? বাংলাদেশকে অঙ্গচ্ছেদ করার জন্য পার্বত্যাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের আপনারা অস্ত্র দিয়েছেন। প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা করছেন। ফেলানীকে হত্যা করে কাঁটা তারে ঝুলিয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষের বিশ্বাস ও আস্থার জায়গা আপনারাই তো নষ্ট করেছেন।’
তিনি বলেন, ‘আপনারা বন্ধুত্ব করবেন দেশের সঙ্গে, দেশের জনগণের সঙ্গে। কিন্তু আপনারা বন্ধুত্ব করছেন একটি সরকারের সঙ্গে, যার কোনো জনসমর্থন নেই। সেই সরকার তো টিকে থাকার জন্য আপনাদের কর দেবেই।’
ক্ষমতা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী কী তাহলে দিল্লির কাছে কর দিতে গেলেন? এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘ব্রিটিশ আমলে জমিদারি প্রথা রক্ষার জন্য প্রতিবছর শাসকদের কর দিতে হতো। আপনারাও কি সেই একই কাজ করছেন?’
বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এহসানুল হুদার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এমএন আমিনুর রহমান, ডিএলএ মহাসচিব সাইফুদ্দিন মনি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ, এনডিপির মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ উপস্থিত ছিলেন।