সরকার পাগল হয়ে গেছে: রব

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সরকার পাগল হয়ে গেছে বলেই কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, আমার মনে হয়, এ সরকার পাগল হয়ে গেছে। যার কারণে কৃষকের ধানের ন্যায্য মূল্য দিচ্ছে না।

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জেএসডি আয়োজিত ধানের ন্যায্য মূল্যের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বঙ্গভবন-গণভবনে ফসল উৎপাদিত হয় না উল্লেখ করে আবদুর রব বলেন, বঙ্গভবনে, গণভবনে, সচিবালয়ে ফসল উৎপাদন হয় না। উৎপাদন হয় ক্ষেত-খামারে। আর সেই উৎপাদন যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশ চলবে কীভাবে? দেশের মানুষ বাঁচবে কীভাবে? কৃষক না বাঁচলে দেশ বাচবে কী করে? কৃষক না বাঁচলে দেশের জনগণ বাঁচবে না।

তিনি বলেন, আন্দোলন না করলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবেন না। আর দেশে গণতন্ত্রও ফিরে আসবে না।

কৃষকদের আন্দোলনেই সরকারের পতন হবে মন্তব্য করে রব বলেন,আন্দোলনের মধ্যে দিয়ে বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগ করিয়ে দেশটাকে নতুন করে গড়তে হবে।

মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘মন্ত্রীরা কী ভুলে গেছেন তাদের বাড়ি কোথায় ছিল? তাদের পূর্বপুরুষ কী ছিল? এই সরকার বুঝতে পারছে না। দেশে আগুন জ্বলে যাবে। যেভাবে কৃষকদের ন্যায্য মূল্য দেয়া হচ্ছে না, কৃষকরা যদি একবার ক্ষেপে যায় তাহলে দেশের মানুষ না খেয়ে মরবে।

পূর্ববর্তী নিবন্ধবায়তুল মোকাররমের প্যান্ডেল ভেঙে আহতদের পাশে ধর্মপ্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার কারাগার বদল সরকারের ষড়যন্ত্র: মওদুদ