নুর উদ্দিন : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকার এখন স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে। সরকার নিজেও করছে, প্রাইভেট সেক্টরকেও উৎসাহ দিচ্ছে। সরকারি এবং প্রাইভেট মিলেই সামগ্রিকভাবে স্বাস্থ্যখাত শক্তিশালী পর্যায়ে পৌঁছাবে। বেসরকারি উদ্যোগের মধ্যে অন্যতম হার্ট ফাউন্ডেশন। এসব উদ্যোগকে সরকার উচ্চ মর্যাদা ও মনোযোগ দিয়ে দেখে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তাৎক্ষণিক প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়বে না বলে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা যেকোনো জায়গায় যুদ্ধের বিরুদ্ধে। আমরা যুদ্ধ চাই না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অর্থনীতিতে কী প্রভাব পড়বে তা, জানতে আমাদের একটু অপেক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে বাজার আছে, পশ্চিমা ইউরোপীয় ইউনিয়নে যেখানে আমাদের এক্সপোর্ট মার্কেট, কাপড়, মাছ-মাংস, খাবার-দাবার এগুলো যাবেই। এগুলো আটকানোর কথা না। এই যুদ্ধে তাৎক্ষণিক কোনো প্রভাব দেখছি না।
মন্ত্রী বলেন, বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে কিছু ব্যবসা আছে, খুব বেশি না। তাদের সঙ্গে আমাদের সবচেয়ে বড় ব্যবসা হলো রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্র। তারা ঋণ দিয়েছে। এটি করোনাকালীন বন্ধ হয়নি, এখনো বন্ধ হবে না।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও জালালাবাদ অ্যাসাসিয়েশন কর্তৃক আয়েজিত উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতামূলক সেমিনারে যোগ দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সাবেক সিভিল সার্জন ডা. মনোয়ার আলীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম প্রমুখ।