সরকার আমলাতন্ত্র নির্ভর হয়ে গেছে, কোন জনভিত্তি নেই: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক রোজিনা ইসলামকে দেয়া শর্তসাপেক্ষে জামিনকে ফরমায়েশি আদেশ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এক ব্রিফিং এ নিয়ে মন্তব্য করেন ফখরুল।

মহাসচিব আরও বলেন বর্তমান সরকার আমলাতন্ত্র নির্ভর হয়ে গেছে, যে সরকারের কোনও জনভিত্তি নেই। এসময় তিনি অভিযোগ জানিয়ে বলেন সরকারের ইঙ্গিতেই এই দেশের বিচার ব্যবস্থা গড়ে উঠেছে।

সবশেষ স্থায়ী কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্ত জানাতে রোববার সকালে গুলশানে ব্রিফিং করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, জনভিত্তি না থাকায় আমলাতন্ত্র নির্ভর হয়ে গেছে সরকার।

পূর্ববর্তী নিবন্ধসোমবার থেকে ব্যাংকে লেনদেন ১০টা-আড়াইটা
পরবর্তী নিবন্ধকরোনা বাড়লে যে কোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী