উত্তর কোরিয়া সরকারের গুরুত্বপূর্ণ পদে নিজের বোনকে আনলেন প্রেসিডেন্ট কিম জং-উন। বোন কিম ইয়ো জং-কে ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য করলেন তিনি। এ ছাড়াও ঘনিষ্ঠ কয়েকজনকে পদোন্নতি দিয়ে নর্থ কোরিয়ার সরকারে বড় রদবদল এনেছেন কিম।
আগামীকাল মঙ্গলবার কোরিয়ান ওয়ার্কাস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে পিয়ংইয়ং-য়ে এক কনফারেন্সে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট কিম। দুই বছর আগে প্রেসিডেন্টের প্রপাগান্ডা চিফের পদ থেকে ইয়ো জং-কে সরিয়ে দেওয়া হয়েছিলে। দেশজুড়ে র্যালির সময় নিরাপত্তাজনিত গুরুতর ভুলের কারণে বোনকে বরখাস্ত করেছিলেন কিম।
কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য হিসেবে নতুন দায়িত্ব শুরু করবেন কিম ইয়ো জং। এই পরিষদের সভাপতি প্রেসিডেন্ট কিম। এ বিষয়ে উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন, ইয়ো জং’কে নেতৃত্বে আনার মাধ্যমে রাষ্ট্রে কিম পরিবারের কর্তৃত্ব আরো পোক্ত হলো।
জানা গেছে, ইয়ো-জং তার ভাই জং-উনের সঙ্গেই ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত সুইজারল্যান্ডে পড়াশোনা করেন। এরপর তিনি দেশে ফিরে কিম ইল-সং মিলিটারি ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছেন।
গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার যে কয়েকজনকে যুক্তরাষ্ট্র তাদের ‘কালো তালিকা’য় অন্তর্ভুক্ত করেছিল, তাদের মধ্যে ছিলেন ইয়ো-জংও। তার বিরুদ্ধেও ছিল ‘মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ। এই নিষেধাজ্ঞার আওতায় ইয়ো-জংকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং তার সঙ্গে মার্কিন কম্পানির লেনদেনে বিধিনিষেধ আরোপ করা হয়।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর