নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল আত্মসাৎ ও আটক করার ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে খাদ্য মন্ত্রণালয়।
সোমবার তদন্ত কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবর রহমানকে তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত সচিব মো. তাহমিদুল ইসলাম, যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী।
কমিটিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে খাদ্য কর্মসূচি পরিচালনার জন্য প্রণীত নীতিমালা পর্যালোচনা ও মাঠপর্যায়ের বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে আলোচনার মাধ্যমে বস্তুনিষ্ট ও সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
তদন্ত কমিটি গঠনের আদেশে বলা হয়, দেশের হতদরিদ্র মানুষের জন্য খাদ্য চাহিদা পূরণ ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে খাদ্য অধিদফতরের ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালনা করা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে কর্মহীন মানুষের খাদ্য চাহিদা মেটানোর জন্য প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০ টাকা কেজি দরে বিশেষ ওএমএস শুরু করা হয়। ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালনার জন্য যথাক্রমে ২০১৫ সালে প্রণীত ওএমএস নীতিমালা ও ২০১৭ সালে প্রণীত খাদ্যবান্ধব নীতিমালা রয়েছে। বিশেষ ওএমএস পরিচালনার জন্য আরও কিছু সুনির্দিষ্ট নির্দেশমালা জারি করা হযেছে। বর্ণিত নীতিমালাগুলোয় ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির খাদ্যশস্য বিক্রয়, বিতরণ ও তদারকি বিষয়ে সুস্পষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো ও নির্দেশাবলি রয়েছে।
‘তা সত্ত্বেও মাত্র দুই দিন ৫ ও ৭ এপ্রিল বিশেষ ওএমএস বিক্রির মধ্যেই দেশের বিভিন্ন স্থানে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিসহ খাদ্য বিভাগের বিপুল পরিমাণ চাল আত্মসাতের বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে এবং কোথাও কোথাও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অবৈধ ব্যবসায়ী/আত্মসাতকারী ডিলারদের আটক করে মামলা দায়ের করেছে’, উল্লেখ করা হয় আদেশে।
একই সঙ্গে কীভাবে এত বিপুল পরিমাণ চাল আত্মসাতের ঘটনা ঘটল- সেই বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে, এ বিষয়ে খাদ্য অধিদফতরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে বা কর্তব্যে অবহেলা থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ মন্ত্রণালয়ে জরুরিভিত্তিতে রিপোর্ট পাঠাতে খাদ্য অধিদফতরের মহাপরিচালককে নির্দেশনা দেয়া হয়েছে।