মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ তথা মুজিববর্ষ সামনে রেখে সম্প্রীতি বাংলাদেশ নামের একটি বেসরকারী সংগঠন ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বাইরে সারা দেশের সব জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার সিম্পোজিয়াম ও মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়।
এসময় সংগঠনের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আলি সিকদারসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নেতৃবৃন্দ এক মত বিনিময় সভায় মিলিত হন।