গত ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলা ঘটলো ভারতশাসিত জম্মু-কাশ্মীরে। এ নিয়ে শোকে স্তব্ধ পুরো ভারত। সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। কিন্তু এমন সময় গত বৃহস্পতিবার দেশটির টেনিস তারকা সানিয়া মির্জা ঘটালের অন্য ঘটনা। নতুন পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রোলড হলেন। সোশ্যাল মিডিয়ায় তার এভাবে নতুন পোশাকের ছবি পোস্ট করাটা কেউ মেনে নিতে পারেনি। তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
এরপর রোববার এই সমালোচনার জবাব দিলেন সানিয়া। এক টুইটে সানিয়া লিখেছেন, ‘এ পোস্টটা আমি তাদের জন্য করছি, যারা মনে করেন, তারকাদের উচিত টুইট, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ায় এ ধরনের ঘটনার সমালোচনা করে নিজেদের দেশপ্রেম প্রমাণ করা। কেন? আমরা তারকা বলে? আমি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তা বোঝানোর জন্য সোশ্যাল মিডিয়ায় গিয়ে গলা ফাটানোর কোনো প্রয়োজন আমার নেই। অবশ্যই আমরা সন্ত্রাসবাদ এবং সেই সন্ত্রাসবাদ যারা ছড়ায়, তাদের বিরুদ্ধে। যে কোনো সুস্থ মস্তিষ্কের লোকই এই কথা বলবে।’
তিনি আরও লিখেন, ‘আমি দেশের হয়ে খেলি, দেশের হয়ে ঘাম ঝরাই। এভাবেই দেশের সেবা করি। সিআরপিএফ জওয়ান এবং তাদের পরিবারের পাশে আছি আমি। জানি, ওরাই হলেন আসল নায়ক, যারা দেশকে রক্ষা করেন। ভারতের জন্য ১৪ ফেব্রুয়ারি একটি কালো দিন হয়ে থাকবে। এ রকম দিন যেন আর না আসে। এই দিনটা ভোলা সম্ভব নয়, ভুলতে দেয়া যাবে না। কিন্তু আমি শান্তির জন্যই প্রার্থনা করব এবং আশা করব, আরও ঘৃণা না ছড়িয়ে আপনারাও তাই করবেন।’
সানিয়া আবেদন করে লিখেন, ‘দেশকে সেবা করার রাস্তা খুঁজে বের করুন, নিজের কাজটা ঠিক মতো করুন। আমরাও সেটা করছি। সোশ্যাল মিডিয়ায় কিছু ঘোষণা না করেই করছি।’