পপুলার২৪নিউজ ডেস্ক:
সমাজে ঘটে যাওয়া ঘটনাগুলো বিচারকদের স্পর্শ (টাচ) করে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ মঙ্গলবার ব্যাংকের ঋণসংক্রান্ত এক মামলার শুনানিতে এমন মন্তব্য করেন তিনি। মামলার আইনজীবী ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল।
প্রধান বিচারপতি বলেন, সমাজে কী হচ্ছে, তা আমাদের টাচ করে। আমরা যখন চেম্বারে থাকি তখন একরকম। আর যখন চেয়ারে বসি (এজলাসে) তখন আমাদের মানসিকতা পরিবর্তন (চেঞ্জ) হয়ে যায়। এখানে ধনী-গরিব সব ধরনের বিচারপ্রার্থী আসেন। আমরা সবার বিচার করি। এরপর অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি মৌলভীবাজারের এক কৃষকের ঋণের ঘটনা তুলে ধরেন। ওই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এ ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেয়।