সমতল ভূমিতে চা উৎপাদন বাড়ানোর তাগিদ

নিউজ ডেস্ক : সমতল ভূমিতে চা উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার (৬ মার্চ) সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সভাপতি টিপু মুনশি সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), মাহমুদ হাসান সুমন ও সুলতানা নাদিরা অংশগ্রহণ করেন।

বৈঠকে রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মপরিধি উপস্থাপন, এ মন্ত্রণালয়ের আওতাধীন আইন, বিধি-বিধান ও তা বলবৎকরণ এবং দপ্তর ও সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়।

কমিটি রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে পণ্যের বৈচিত্র্য, ম্যান মেড ফাইবার উৎপাদন বৃদ্ধি ও সমতল ভূমিতে চা উৎপাদন বাড়ানো এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম গ্রহণ করার সুপারিশ করে।

বৈঠকে আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর সরবরাহ, যৌক্তিক বাজারমূল্য নির্ধারণ, রুট পর্যায়ে বাজার মনিটরিং করার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ সব শহীদ সদস্য, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ট্যারিফ কমিশনের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংক ও মেঘনা ব্যাংকের মধ্যে সেবা কার্যক্রম চালু
পরবর্তী নিবন্ধচলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নতুন তারিখ ঘোষণা