পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
মিয়ানারের গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সুচিকে বর্তমান সভ্যসমাজের ‘বড় সন্ত্রাসী ও কসাই’ বলে উল্লেখ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী।
সুচির মদদে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে অভিযোগ করে আন্তর্জাতিক আদালতে সুচির বিচারের দাবি জানান তিনি।
শনিবার রাতে কক্সবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে আল্লামা জুনায়েদ বাবু নগরী এসব কথা বলেন।
এ সময় তিনি মিয়ানমারের একগুঁয়েমি সিদ্ধান্ত দমনে বাংলাদেশ সরকারকে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করার আহ্বান জানান।
তিনি বলেন, মিয়ানমারের মুসলিম অধ্যুষিত এলাকাকে মুসলিমশূন্য করতে দেশটির সামরিক জান্তা বাহিনী নিরীহ মানুষের ওপর গুলি চালাচ্ছে। জ্বালাও-পোড়াও এবং হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব বলেন, বারবার প্রতিবাদের পরও আকাশসীমা লঙ্ঘন করছে তারা। খবরে জেনেছি, এ পর্যন্ত জান্তা বাহিনী ১৭ বার আকাশসীমা লঙ্ঘন করেছে। তাদের এ ধৃষ্টতার সমুচিত জবাব দিতে বাংলাদেশের সামরিক শক্তি প্রয়োগ করতে হবে।
আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ও সব শক্তি ঐক্যবদ্ধ হলে তারা নিজেদের নাগরিকদের ফেরত নেবে, এটিই করা বাঞ্ছনীয় বলে মন্তব্য করেন তিনি।
বাবু নগরী বলেন, মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য উন্মুক্ত ত্রাণ বিতরণব্যবস্থা করতে হবে।
সরকারের সমালোচনা করে হেফাজতের এই নেতা বলেন, যে সময়ে মিয়ানমারে রক্তের বন্যা বইছে, সেই সময়ে বাংলাদেশের খাদ্যমন্ত্রী মিয়ানমার থেকে চাল আনতে গেছেন। এই দেশের তৌহিদী জনতা রোহিঙ্গাদের রক্তমাখা চাল খাবে না।
হেফাজতের ত্রাণ তৎপরতা সম্পর্কে বাবু নগরী বলেন, রোহিঙ্গারা সবচেয়ে মজলুম জাতি। মানবিক কারণে তাদের পাশে দাঁড়ানো সবার উচিত। আমরা ভাগাভাগি করে হলেও তাদের খাওয়াবো। এটি আমাদের ঈমানি দায়িত্ব।
তিনি বলেন, রোহিঙ্গাদের সেবার জন্য হেফাজতের প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছে। তিন কোটি টাকার ওপর ত্রাণ সামগ্রী মজুদ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত করে স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মিয়ানমার সরকারের চলমান অভিযানকে সম্পূর্ণ অবৈধ এবং সন্ত্রাসী কায়দা বলে আখ্যা দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুন ইজহার, কক্সবাজার জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসিন হাবিব ও চট্টগ্রাম মহানগর (উত্তর) সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস প্রমুখ।
সংবাদ সম্মেলনের আগে আল্লামা জুনায়েদ বাবু নগরী উখিয়ার কুতুপালং, বালুখালীসহ বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।