সভাপতিকে অব্যাহতি দিয়ে ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সংগঠন থেকে অব্যাহতি দিয়ে কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রুহুল আমিনকে (সহ-সভাপতি) দায়িত্ব দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ১০ সেপ্টেম্বর শাখা ছাত্রলীগের সম্মেলনের সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়।

গত ৮ এপ্রিল যৌন হয়রানির প্রতিবাদ করায় পার্থের নির্দেশে তার অনুসারীরা দুই সাংবাদিকের ওপর হামলা করে। এর প্রেক্ষিতে ১২ এপ্রিল শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

পরে বৃহস্পতিবার কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে সভাপতিকে অব্যাহতি দেয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা জানান, সংগঠনকে গতিশীল করার জন্যই কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে সিদ্ধান্তগুলো নেয়া হয়েছে।

অন্যদিকে নতুন ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণায় ক্যাম্পাসে মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শাবি ছাত্রলীগের একাংশ।

পূর্ববর্তী নিবন্ধআশুলিয়ায় নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী
পরবর্তী নিবন্ধশ্যালিকার গলা কেটে স্ত্রীকে কুপিয়ে যুবকের আত্মহত্যা