শনিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ডি-হাট এলাকায় প্রয়াত দলীয় নেতাকর্মীদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘তিস্তা চুক্তি না হলে বাংলাদেশের মানুষ বাঁচবে না। আমরা পানিও পাব না, সীমান্তে হত্যাও বন্ধ হবে না, বাণিজ্য করতে গেলে করও কমাবে না। আমরা সব দিয়েই যাব, তা হতে পারে না।’
ভারত বন্ধুপ্রতীম দেশ, তবে প্রতিরক্ষা চুক্তি কেন- এমন প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘তবে ভারতকে কি আমরা কিংবা তারা আমাদেরকে কি সন্দেহ করে? এ জন্যই তড়িঘড়ি করে এই চুক্তি করা হচ্ছে?’
বিএনপি মহাসচিব বলেন, দেশের ১৬ কোটি মানুষের দাবির প্রতি সম্মান না রেখে শুধু ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা ভারতে গেছেন। তিস্তার পানির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এদেশের মানুষ অন্য কোনো চুক্তি মেনে নেবে না।
তিনি অভিযোগ করে বলেন, ‘মিথ্যা মামলায় রায় দিয়ে এ সরকার বিএনপির নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে চায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তাদেরকেও জনগণ নির্বাচন করতে দেবে না।’
এসময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।