সব দলকে ভোটে পাওয়ার আশায় আছি, ইইউকে সিইসি

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতের প্রত্যাশা জানিয়ে আসছেন পশ্চিমা কূটনীতিকরা; ইসি জানাল, মতপার্থক্য ভুলে সব দল নির্বাচনে আসবে বলেই আশা করছে তারা।

দ্বাদশ সংসদ নির্বাচনের ঠিক এক বছর আগে বুধবার নির্বাচন ভবনে যান ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল; তারা ভোটের সার্বিক প্রস্তুতির খবর জানতে চান সিইসির কাছে।

তাদের জানার আগ্রহ ছিল, সব দল নির্বাচনে আসবে কি না, ইভিএমের উপর দলগুলো আস্থা রাখছে কি না? তাদের এসব প্রশ্নে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন কাজী হাবিবুল আউয়াল, জানান নিজেদের প্রস্তুতি।

বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান, ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন ও রাষ্ট্রদূতরা এসেছেন। এর আগেও গত বছর জুলাইতে এখানে এসেছিলেন। তাদের সঙ্গে তখন নির্বাচন নিয়ে মতবিনিময় হয়েছে।

সিইসি সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন বর্ষে উপনীত হয়েছি। তাই উনারা পুনর্বার মতবিনিময় করতে আসছেন। মূলত আমাদের নির্বাচনী প্রস্তুতি কেমন, তা জানতে এসেছিলেন।”

বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহী পশ্চিমা কূটনীতিকরা ছয় মাস আগে একবার বৈঠক করেছিলেন সিইসির সঙ্গে।

এ বছরের শেষে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা সাজিয়েছে ইসি।

তবে সেই নির্বাচনে বিএনপি ও তার মিত্র রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এখনও অনিশ্চিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবারও বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবেন না।

অন্যদিকে নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলছেন, তাতে যদি ২০১৪ সালের মতো আগামী নির্বাচনে বিএনপি না আসে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।

এই প্রেক্ষাপটে ইইউ প্রতিনিধি দলকে কী বলেছেন সিইসি?

তাদের সঙ্গে বৈঠক শেষে হাবিবুল আউয়াল সাংবাদিকদের বললেন, “আমরা আশা করি যে অচিরেই মতপার্থক্যটা দূর হয়ে যাবে। শেষমেষ সবদল নির্বাচনে আসবে, সে বিষয়ে আমরা আশাবাদ ব্যক্ত করেছি, তবে সে বিষয়ে আমরা নিশ্চিত করে… আমরা বলেছি যদি নির্বাচন অংশগ্রহণমূলক হয়, তাহলে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই লক্ষ্যে আমাদের পুরো প্রস্তুতি রয়েছে।”

যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য, তা দূর করার ক্ষেত্রে ইসির কোনো ভূমিকা রাখার সুযোগ নেই বলে আবার জানালেন সিইসি। তিনি মনে করেন, এক্ষেত্রে দায়িত্ব দলগুলোকেই নিতে হবে। তবে তারা আবেদন জানিয়ে যাবেন।

“রাজনৈতিক ইস্যুগুলো, যেগুলো নির্বাচনের জন্য অন্তরায় হতে পারে, সেগুলোর সুরাহা রাজনৈতিক নেতাদের করতে হবে। রাজনৈতিক দলগুলো সেটা অনুধাবন করতে হবে এবং বুঝতে হবে। তাদেরকেই সেটা অসুখ নিরাময় করতে হবে। তাহলেই নির্বাচনটা প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণমূলক হবে।”

সহযোগিতার প্রস্তাব পশ্চিমাদের, বিবেচনার আশ্বাস সিইসির
সিইসি জানান, ইভিএম নিয়ে ইইউ প্রতিনিধিদের প্রশ্ন ছিল- এটা নিয়ে অবিশ্বাস আছে কি না?

“তাদের জানানো হয়েছে, ইভিএম নিয়ে যে অবিশ্বাস ছিল তা অনেকটা কেটে গিয়েছিল। তবে এটাও জানিয়েছি যে ইভিএম নিয়ে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছি না, কারণ আদৌ ইভিএম এভেইলেবল হবে কি না? আমরা কী পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারব, সে বিষয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আমরা উপনীত হইনি।”

ভোটার তালিকা, সংসদীয় আসনের সীমা পুননির্ধারণ, অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগসহ সার্বিক বিষয়গুলো তুলে ধরা হয় বৈঠকে।

সিইসি বলেন, “আমাদের বর্তমান অবস্থানটা পরিষ্কার করেছি এবং আমরা জানিয়েছি যে আমরা প্রস্তুত। আমাদের রোডম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রস্তুতি রয়েছে এবং আমরা যথাসময়ে নির্বাচন করব।”

নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ

নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে বৈঠকে কথা তোলে ইইউ প্রতিনিধি দল। সিইসি তাদের বলেন, গণমাধ্যম ও পর্যবেক্ষকরা যেভাবে আগে কাজ করেছিলেন, আগামীতেও সেভাবে কাজ করবেন।

“আমাদের তরফ থেকে কোনো অন্তরায় থাকবে না। ফরেন অবজারভার সম্পর্কে আমাদের একটা পলিসি আছে। তারা আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পাঠিয়ে দেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কারণ বিষয়টি দ্বিপক্ষীয়ভাবে সুরাহা হতে হবে।”

 

পূর্ববর্তী নিবন্ধদ. এশিয়ায় সবচেয়ে দুর্বল অর্থনীতির দেশ পাকিস্তান: বিশ্বব্যাংক
পরবর্তী নিবন্ধসরকারি চাকরিতে ৩ লাখ ৫৮ হাজার পদ শূন্য: প্রতিমন্ত্রী