পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দেশের সর্বোচ্চ আদালত বলেছেন, ‘সবার সঙ্গে রাষ্ট্রপতিকে যখন টানেন, তখন কষ্ট পাই।’
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে রাষ্ট্রপতির প্রসঙ্গ উল্লেখ করায় আজ মঙ্গলবার শুনানিতে এই মন্তব্য করেন আপিল বিভাগ।
অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, ‘রাষ্ট্রপতির মতো শ্রদ্ধেয় ব্যক্তির যখন দোহাই দেন, তখন কষ্ট লাগে।’
রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ বিষয়টির শুনানি আগামী ৮ মে পর্যন্ত মুলতবি করেছেন। এই হিসেবে গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষ ৮ মে পর্যন্ত সময় পেল।
আজ সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন জানান। এ সময় আদালত অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বলেন, ‘আপনি যেটা বললেন, সেটা ঠিক থাকবে তো? ৮ মে পর্যন্ত সময় দিলাম। এরপর আর কোনো অজুহাত থাকবে না বলে আশা করি। যা-ই হোক, আপনার হাসিটা যাতে মিলিয়ে না যায়। কষ্ট লাগে, যখন আপনি মাথা নিচু করে থাকেন।’