সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা সংলাপে বসেছি: প্রধানমন্ত্রী

 

পপুলার২৪নিউজ প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন হোক। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা সংলাপে বসেছি।

সরকারপ্রধান আরও বলেন- দেশের মানুষ শান্তিতে থাকুক, দেশের মানুষ তার পছন্দমতো ভোট দিতে পারুক, তারা তাদের পছন্দের সরকার বেছে নিক। সে কারণেই আমি ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি।

শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জেলহত্যা দিবসের স্মরণসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, সিমিন হোসেন রিমি ও এ কে এম রহমতুল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

প্রধানমন্ত্রী বলেন, ‘এতো অপমান, এতো ঝাড়ি, এতো ঘটনার পরও শুধু দেশের মানুষের স্বার্থে সংলাপে বসতে রাজি হয়েছি। অনেক ব্যস্ততার পরও ঐক্যফ্রন্ট বলার সঙ্গে সঙ্গে চিঠি দিয়েছি। সংলাপে তারাই দুই ঘণ্টা কথা বলেছেন। আমরা বলেছি, যে দাবিগুলো মানা সম্ভব সেগুলো মেনে নেব। নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার তালিকা চেয়েছি। সেগুলো তদন্ত করে যদি রাজনৈতিক হয় তাহলে প্রত্যাহার করা হবে। তবে আমরা তো রাজনৈতিক হয়রানি এবং গ্রেফতার করিনি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া-তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছে তাদের নিজেদের লোকজন। সরকারের পক্ষ থেকে যদি মামলায় হস্তক্ষেপ করা হতো তা হলে তো ১০ বছর সময় লাগতো না। কিন্তু আমরা এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করিনি। কারণ বিচার বিভাগ স্বাধীন, তাদের ওপর হস্তক্ষেপ করা যায় না। ঐক্যফ্রন্টের নেতারা খালেদা জিয়া ও তারেকের মামলার বিষয়ে আমাকে বলেছে বৈঠকে। তাদের বলেও দিয়েছি এটা আইন আদালতের বিষয়।’

পূর্ববর্তী নিবন্ধবিয়ে করছেন দীপিকার সাবেক প্রেমিক
পরবর্তী নিবন্ধবছরে আড়াই লাখ টাকার অন্তর্বাস কেনেন এই যুবতী